দ্বি-মাসিক শ্রমিক বার্তার সম্পাদকম-লীর সভাপতি ও সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমযান মাসে কুরআন নাজিল করেছেন। রমযান মাস তাকওয়া অর্জনের মাস। আখিরাতে মুক্তির জন্য আমাদের জীবনকে কুরআন সুন্নাহর পথে পরিচালিত করতে হবে। এই জমিনে কুরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কুরআনের আইন বাস্তবায়নের চেষ্টা করা ঈমানের অপরিহার্য দাবি।

গত বুধবার রাজধানীর র‌্যাংস টাওয়ারে অবস্থিত রুফটপ রেস্টুরেন্টে দ্বি-মাসিক শ্রমিক বার্তার উদ্যোগে কবি, সাহিত্যিক ও লেখকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক বার্তার সম্পাদক এডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে, আলমগীর হোসেন-এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দ্বি-মাসিক শ্রমিক বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও উপদেষ্টা অধ্যাপক হারুনুর রশিদ খান, উপদেষ্টা লস্কর মোহাম্মাদ তসলীম, লেখক ও গবেষক আলী আহমেদ মাবরুর, আবুল হাশেম মোল্লা প্রমুখ।

আ.ন.ম শামসুল ইসলাম বলেন, মানুষ হিসাবে আমাদের জীবনের উদ্দেশ্য হল আল্লাহর দাসত্ব বা গোলামী করা। কিন্তু আমরা আল্লাহর ভয়ে ভীত না হওয়ার কারণে আল্লাহর দাসত্ব থেকে নিজেদের বিরত রেখেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাহদের মনে তার ভয় সৃষ্টি করার জন্য রমযান মাস নির্ধারণ করেছেন। এবং এই মাসে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন। যে কুরআন অনুসরণ করবে তার মনে আল্লাহর ভয় সৃষ্টি হবে। কুরআনকে অনুসরণ ও অনুকরণের জন্য রমযান মাস শ্রেষ্ঠ মাস। রমযানের রোজা শুধু আমাদের উপর নয় বরং পূর্বের সকল ধর্মের মানুষের উপর ফরজ ছিল। যারা রমযান মাসে সকল প্রকার পানাহার ও গুনাহ থেকে বিরত থাকবে তাদের মনে আল্লাহর ভয় সৃষ্টি হবে। রমযান মাস তাই শুধু আনুষ্ঠানিক মাস নয় বরং এই মাস মুমিনের অনুশীলনের মাস।

তিনি বলেন, আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য। আমি রোজার পুরস্কার নিজ হাতে প্রদান করবো। যারা সত্যিকার অর্থে আল্লাহর ভয়ে নিজেদের জীবন গড়তে পারবে তারাই সফলকাম হবে। যারা আল্লাহকে ভালোবাসে, দুনিয়া-আখিরাতে মুক্তি ও কল্যাণ চায় তাদেরকে অবশ্যই কুরআন সুন্নাহ মেনে চলতে হবে। ইসলামের সুমহান বাণী প্রচার করতে হবে। এই শ্রমিক বার্তা দ্বীন প্রচারেরই একটি মাধ্যম। এ সময় তিনি শ্রমিক বার্তার লেখক, শুভাকাঙ্খী ও উপদেষ্টাম-লীকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান। প্রেসবিজ্ঞপ্তি।