খুলনা ব্যুরো ও কয়রা উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রতিটি নাগরিকের জন্য শুধু আইনি দায়িত্ব নয় বরং এটি একটি নৈতিক ও ধর্মীয় কর্তব্য। জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা অপরিহার্য। আমাদের সংবিধানে এবং ধর্মীয় শিক্ষায় অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশনা রয়েছে। ইসলামসহ সকল ধর্মই শান্তি ও মানবতাবাদের শিক্ষা দেয়। তাই যেকোনো মূল্যে সম্প্রীতির বন্ধন ধরে রাখতে হবে। যখনই সম্প্রীতির পরিবেশ বিঘিœত হয়, তখনই দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত হয়। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার কোনো বিকল্প নেই। গত রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় খুলনা-৬ আসনের কয়রা কপোতাক্ষ কলেজ মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৫৪টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব বলেন।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কয়রা উপজেলার সাধারণ সম্পাদক দিলিপ কুমার বৈরাগী, সাংস্কৃতিক সম্পাদক বিদিশ রঞ্জন মৃধা, আমাদী হরিতলা মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার ঘোষ, তালবাড়িয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌরপদ বাইন। এ সময় কয়রা উপজেলা জামায়াতের পক্ষ থেকে মাওলানা আবুল কালাম আজাদ উপজেলার ৫৪ টি পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকের নিকট অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ, জেলা সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সায়ফুল্যাহ, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাস্টার সাইফুল্যাহ হায়দার, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল হামিদ, আমাদী ইউনিয়ন আমীর মাওলানা শাজ্জাদুল ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর আবু সাইদ, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাস্টার নূর কামাল হোসেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমান, যুব বিভাগের উপজেলা সভাপতি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, সেক্রেটারি মোনায়েম বিল্লাহ, কয়রা সদর ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পূজা উৎযাপন কমিটির কয়রা উপজেলার সভাপতি অম্বিকাচরণ সানা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে কয়রা উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন কমিটি। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের মিলনক্ষেত্র হিসেবে এর গুরুত্ব তুলে ধরেন। সকল ধর্ম-বর্ণের মানুষের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে কয়রায় সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। অম্বিকাচরণ সানা আশা প্রকাশ করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবার কয়রায় একটি শান্তিপূর্ণ, আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।