শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাতৃদুগ্ধকে অগ্রাধীকার দিন টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
২৫ আগস্ট সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এ সপ্তাহের উদ্বোধন করেন। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এ কার্যক্রম বাস্তবায়নে রয়েছেন মাগুরার সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন ডাঃ শামীম কবীর এ-র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বি এম এ মাগুরা জেলা শাখার সভাপতি, মাগুরা জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ডাঃ: প্রফেসর আলীমুজ্জামান।
অনুষ্ঠানে মূল প্রতিবন্ধ উপস্থাপন করেন ডাঃ সাদিয়া আফরিন, মাতৃদুগ্ধের বিকল্প কোন দুধ হতে পারেনা এ বিষয়ে গাইনি চিকিৎসক ডাঃ নাহিদা সুলতানা বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল আওয়াল,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ইলিয়াসুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা মাগুরা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মহসিন উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাতৃদুগ্ধ শিশুদের শরীরের সকল পুষ্টি সমৃদ্ধ, তাই শিশুদের জন্য অন্য কোন বিকল্প খোজার দরকার নেই। তিনি সকলকে মাতৃদুগ্ধের গুণাগুণ প্রচার করার আহবান জানান।