বোয়ালমারী (ফরিদপুর), সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে দিনের বেলায় ছাত্রদের নিকট থেকে দুটি মোটরসাইকেল ছিনতাই মামলার আসামী কাকন মিয়া (৩৫) ও মাসুদ মোল্যাকে (৩৮) গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে পৌরসভার ছোলনা ও চতুল গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৮.০২.২৫) তাদের আদালতে চালান করে বোয়ালমারী থানা পুলিশ। জানা যায়, বুধবার (২৬.০২.২৫) দুপুরে উপজেলার কাদিরদী কলেজের একাদশ শ্রেণির ৪ ছাত্র নাফিজ ইকবাল, তারিকুল ইসলাম, রাতুল ও রাহাদ বোয়ালমারী রেল স্টেশনে বসে ছিল। এ সময় পৌরসভার ছোলনা গ্রামের কাকন মিয়া (৩৫) গিয়ে এক ছাত্রকে বলে তাকে হাসপাতালের সামনে নামিয়ে দিতে। কাকন ওই ছাত্রকে নিয়ে হাসপাতাল হয়ে হ্যালিপোর্টের সামনে চলে যায়। ওই ছাত্রকে দিয়ে অন্য তিন ছাত্রকে সেখানে ডেকে নেয়। কাকন আরও ৩ জন সঙ্গীকে ডেকে নিয়ে ছাত্রদের গলায় ছুরি ধরে দুটি মোটরসাইকেল, মোবাইল, টাকা নিয়ে চলে যায়। বুধবার রাতেই বিভিন্ন মাধ্যমে ছাত্র ও এলাকাবাসীর তৎপরতায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অন্য মোটরসাইকেল, মোবাইল ও টাকা না পেয়ে কাদিরদী গ্রামের মো. সিদ্দিক আলী বিশ্বাসের ছেলে মো. সোহান বিশ্বাস কাকনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৩ জনের নাম দিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর জের ধরে কাদিরদী কলেজের ছাত্র ও এলাকাবাসী বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মোটরসাইকেল ফেরত, ছিনতাইকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ফরিদপুর-বোয়ালমারী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে।