ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

গত মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।

বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর হাজিটারী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালীন সময়ে এক সন্দেহ জনক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির টহলদলটি। পরে তার কাছে মাদক আছে এমন চ্যালেঞ্জ করলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সাথে থাকা গাঁজা পটলা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি করে ভারতীয় গাঁজা ১৫ কেজি ৫০০ গ্রাম ওজনের তিনটি গাঁজার পটলা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজার সিজার মূল্য ৫৪ হাজার ৯৫০/-টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।