বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। ইনসাফ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাইলে ইসলামী হুকুমতের বিকল্প নেই।
গত সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার উদ্যোগে চট্টগ্রাম-৮ আসনের এমপি প্রার্থী ডা. আবু নাছেরের সমর্থনে আয়োজিত কেন্দ্রভিত্তিক নির্বাচন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শাহজাহান।
তিনি বলেন, ২০২৪ পরবর্তী বাংলাদেশে মানুষ আর কোন নতুন স্বৈরাচারকে দেখতে চায় না। তাই সুখী সমৃদ্ধ ইনসাফভিত্তিক সমাজ গড়তে ডাক্তার আবু নাছেরকে অবশ্যই বিজয়ী করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা জীবন দিয়েছে তাদের জীবনদান স্বার্থক হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা জাফর সাদেক বলেন, বোয়ালখালী-চান্দগাঁও অঞ্চলের মানুষ ডাক্তার আবু নাছেরকে হৃদয় থেকে ভালোবাসে। ইনশাআল্লাহ সকল জুলুম নির্যাতনের জবাব আবু নাছেরকে বিজয়ের মাধ্যমে জনগণ দিবে।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মানুষের ক্ষমতা কোনোভাবেই দীর্ঘস্থায়ী নয়; আল্লাহ তা’য়ালাই সর্বময় ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। চট্টগ্রাম-৮ একটি গুরুত্বপূর্ণ আসন। ডাক্তার আবু নাছের একজন মানবিক ডাক্তার এবং সর্বমহলের কাছে সজ্জ্বন ও সৎ ব্যক্তি হিসেবে সুপরিচিত। আগামী নির্বাচনে জনগণ তাদের হৃদয়ের মনিকোঠায় স্থান নেওয়া ডাক্তার আবু নাছেরকে বিজয় করবে, ইনশাআল্লাহ।
চান্দগাঁও থানা আমির মোহাম্মাদ ইসমাঈলের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, এসিস্ট্যান্ট সেক্রেটারি এ কে আজাদ চৌধুরী এবং ওমর গণির সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও চট্টগ্রাম-৮ আসনের নির্বাচন পরিচালক মোরশেদুল ইসলাম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী ডা. আবু নাছের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, বোয়ালখালী থানা জামায়াতের আমির খোরশেদ আলম, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, থানা সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ওমর গনি, আজাদ চৌধুরী, হাফেজ আবদুল আজিজ মোহাম্মদ শোয়াইব, নগর উত্তর শিবিরের বাইতুল মাল সম্পাদক গোলাম আজম, চান্দগাঁও থানা অফিস সেক্রেটারি আব্দুল কাদের, রইসুর রহমান তিতু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চান্দগাঁও থানা পশ্চিমের সভাপতি নুরুল করিম, চান্দগাঁও উত্তর থানা শিবিরের সভাপতি নুর সুলতান টিপু প্রমুখ।