গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় একটি বাড়ি থেকে নিখোঁজের ছয় দিন পর পাঁচ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) বিকেলে ধীরাশ্রম দক্ষিণ খানের একটি ঝোপঝাড় থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুটির নাম নাভা(৫)। সে ওই এলাকার নাসির মিয়া ও খাদিজা বেগম দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই (বুধবার) বিকেলে নাভা বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন শিশুটির মা গাজীপুর সদর মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
৬ দিন পর সোমবার বিকেলে বাড়ির প্রায় ৩০০ গজ দক্ষিণে ঝোপঝাড় থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা গিয়ে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ দেখতে পান। খবর পেয়ে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি খুলে শিশুটির লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি নির্মম ও মর্মান্তিক হত্যাকাণ্ড। কে বা কারা শিশুটিকে হত্যা করেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিশু নাভার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।