চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মোড়ে লেদু হাজীর কলোনিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ৫০টি ঘর। গত সোমবার সকালে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে মুহূর্তেই সর্বস্ব হারিয়েছেন নিম্ন আয়ের বহু শ্রমজীবী পরিবার।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে একটি গ্যাসচুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ামাত্র পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সকাল সাড়ে ১১টার দিকে সম্পূর্ণভাবে আগুন নেভানো সম্ভব হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কলোনিটির পাঁচ সারিতে টিনশেডের পাঁচটি বসতবাড়িতে থাকা প্রায় ৫০টি ঘর সম্পূর্ণ বা আংশিক পুড়ে গেছে। ঘরগুলোতে মূলত পোশাক কারখানায় কর্মরত নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা বসবাস করতেন। অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘর হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছেন বহু পরিবার। জীবিকার পাশাপাশি হারিয়েছেন প্রয়োজনীয় আসবাবপত্র ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীও। ক্ষতিগ্রস্তরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।