ঝিনাইদহ সংবাদদাতা : “গণ-অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি”, “জুলাই সনদ”, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঝিনাইদহ শহরে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনের সদস্য সচিব সাইফুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলার সভাপতি এইচ এম নাইম মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব মো. সোহাগ হোসেনসহ অসংখ্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ৫ আগস্টের মতো আবারও বিশাল জনসমাবেশের মাধ্যমে রাজপথ দখলের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।