গ্রাম-গঞ্জ-শহর
বিভিন্ন স্থান থেকে ৮ লাশ উদ্ধার
নিখোঁজের ৭ দিন পর ভৈরব নদ থেকে তাজকির আহমদ নামের একজন ছাত্রের অর্ধগলিত বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি খুলনা মহানগরীর খানজাহান আলী থানার গিলাতলা বালুর ঘাট থেকে এ লাশ উদ্ধার করা হয়।
Printed Edition
নিখোঁজের ৭ দিন পর ভৈরব নদ থেকে তাজকির আহমদ নামের একজন ছাত্রের অর্ধগলিত বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি খুলনা মহানগরীর খানজাহান আলী থানার গিলাতলা বালুর ঘাট থেকে এ লাশ উদ্ধার করা হয়।
এদিকে খুলনার গোশত ব্যবসায়ী আরিফ হত্যা মামলার অন্যতম আসামী জুয়েল শেখের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সোয়া ৯ টার দিকে রূপসা উপজেলার সেনের বাজার এলাকার নদীর চর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। কসাই জুয়েল উপজেলার সিংহের চর আইচগাতী এলাকার জনৈক জহুর শেখের ছেলে।
নরসিংদী
নরসিংদীর রায়পুরায় নিজ সন্তানকে কুপিয়ে হত্যা করেছে শিরিনা বেগম নামে এক মা। শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আনাস মিয়া (৩)। সে ওই এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে। এ ঘটনার পর নিখোঁজ মা শিরিনা বেগমকে রবিবার (২ মার্চ) সকাল ৯টার দিকে আটক করেছে এলাকাবাসী।
ফটিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়িতে মো. বেলাল উদ্দিন (৪০) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ পাওয়া গেছে। উপজেলার ভুজপুর থানার নিউ দাঁতমারা চা-বাগানের তোরণের পাশে লাশটি পাওয়া যায়। নিহত চালক বাগানবাজর ইউনিয়নের গার্ডের দোকানের বাসিন্দা শরফত উল্লাহর ছেলে। দীর্ঘদিন ধরে সে দাঁতমারা ইউনিয়নের বটতলি সরকারি আশ্রয়ণে পরিবার নিয়ে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছেছেন। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চা-বাগানের অভ্যন্তরে শ্রমিকরা তাঁদের দৈনন্দিন কাজে গেলে এক প্রকার দুর্গন্ধ পেয়ে সামনের দিকে এগিয়ে যান। মুহুর্তেই গলাকাটা এক যুবকের লাশ দেখতে পায় তারা। পরে বাগান কর্তৃপক্ষের মাধ্যমে ভুজপুর থানায় বিষয়টি জানালে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যান।
উলিপুর (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের লাঙ্গলে কাটা পড়ে প্রকাশ চন্দ্র (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গুণাইগাছ ইউনিয়নের নন্দুনেফরা গ্রামে এ ঘটনা ঘটে। প্রকাশ চন্দ্র ওই গ্রামের মৃত তারপদ চন্দ্রের ছেলে।
রায়পুরা (নরসিংদী)
নরসিংদীর রায়পুরায় নিজ পুত্র সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মা শিরিন বেগমের বিরুদ্ধে।
শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাজ চলাকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আনাস মিয়া (৩)।
সে ওই এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু বক্কর।
গাজীপুর
গভীর গজারিবনের নিস্তব্ধতা ভেদ করে ফুটে ওঠা এক বিভীষিকাময় দৃশ্য। এক যুবকের নিথর দেহ পড়ে আছে রক্তমাখা মাটির ওপর। পাশেই শুকিয়ে যাওয়া রক্তের দাগ, যেন জানিয়ে দিচ্ছে, এখানে ঘটেছে এক ভয়ংকর হত্যাকা-। নিহত যুবকের নাম ইয়াসিন রানা (২৩), পেশায় অটোরিকশা চালক। কিন্তু রহস্য আরও ঘনীভূত হয় যখন জানা যায়, তার অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে সাড়ে তিন কিলোমিটার দূরে, শ্রীপুরের ভইরাগির চালা মান্নান টেক্সটাইলের সামনে থেকে!
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন পশ্চিম খোলাপাড়া এলাকায় একটি বটগাছের ডালে অজ্ঞাত এক যুবকের (৩২) ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
শনিবার সকালে স্থানীয়রা এ দৃশ্য দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
জিএমপিথর কোনাবাড়ী থানার এসআই অজয় চন্দ্র রায় জানান, এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।