নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালী সদর উপজেলা জামায়াতের রোকন মাওলানা আলী আকবরের (৫৫) মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মহি উদ্দিন ও সেক্রেটারি ডা. মিরাজ উদ্দিন।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন ছাত্র জীবন থেকে ইসলামি আন্দোলনের ভূমিকা পালন করেছেন এবং আমৃত্যু আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন। গতকাল জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, গত ১১ অক্টোবর নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কর্মজীবনে তিনি মাদরাসার শিক্ষক ছিলেন। সাংগঠনিক দায়িত্ব নোয়াখালী সদর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ছিলেন।

আল্লাহ পাক তার জীবন থেকে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উঁচু মকাম দান করুন, শোকাভিভূত পরিবারের সদস্যদের সবরে জামিল বকশিস করুন এবং সকল সমস্যার সমাধান করে দিন।