কমলগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত (সম্ভাব্য) সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মো. আব্দুব রব বলেছেন, দীর্ঘ সাড়ে ১৫বছর আমাদের উপর অত্যাচার নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছিলো। ইসলামপন্থীদের ঘর থেকে ধরে নিয়ে ক্রসফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের ছাত্রজনতা রাস্তায় নেমে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের বাংলাদেশে এই নতুন স্বাধীনতা অর্জন করে দিয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সুচনা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলীনগর ইউনিয়ন শাখা আয়োজিত চিৎলীয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলীনগর ইউনিয়ন সভাপতি মাও. আব্দুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সাইফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এড. মো. আব্দুর রব আরো বলেন, আমরা ৭১সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু স্বাধীনতার পর তারা আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে। আর আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই। আসুন আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাত ধরে কুরআন-হাদিসের আলোকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েম করি।
ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া, উপজেলা সেক্রেটারি এড. মো. কামরুল ইসলাম, বড়লেখা পাথারিয়া গাংকুল ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাও. খালেদ আহমদ ভানুগাছী প্রমুখ।