সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার সাঁথিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজনে পাবনার সাঁথিয়ার নওয়ানী দারুল কোরয়ান হাফিজিয়া এতিমখানায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে এনসিপির জেলা কমিটির সদস্য ও উপজেলার প্রধান সমন্নয়ক বকুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, সাঁথিয়া পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল গফুর, পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, এনসিপির জেলা কমিটির সদস্য, উপজেলার কমিটির যুগ্ম সমন্নয়ক ও সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. ফারুক হোসেন, সাঁথিয়া উপজেলা কমিটির দুদক এর সভাপতি জয়নুল আবেদীন রানা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিক।

উপস্থিত ছিলেন, এনসিপির জেলা কমিটির সদস্য ও উপজেলা যুগ্ম সমন্নয়ক সাবেক কাউন্সিলর আবু দাউদ ফকির, পৌর যুব জামায়াতের সভাপতি নজরুল ইসলাম, এনসিপির জেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম, এনসিপির জেলা কমিটির সদস্য মানিক বিশ্বাসসহ এতিমখানার শিক্ষক এবং প্রায় শতাধিক এতিম শিক্ষার্থী।

মতলব (চাঁদপুর)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনা ও আশু সুস্থতা কামনায় মতলব উত্তরের বিভিন্ন ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে বাগানবাড়ি ইউনিয়নের কালির বাজার বালুর মাঠে, ফরাজীকান্দী ইউনিয়নের নতুন বাজার মাঠে এবং দূর্গাপুর ইউনিয়নের আনন্দ বাজার মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তরের বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাদ জোহর বিএনপি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় ও দোয়া মাহফিলের আয়োজন করে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহ সভাপতি এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, শওকত হায়াৎ শাহ্ সাধারণ সম্পাদক, শাহীন আক্তার শাহীন, যুগ্ম এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার প্রামানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু, ছাত্র দলের সভাপতি আরমান হোসেন প্রমুখ।