মানববন্ধন

লক্ষ্মীপুর সংবাদদাতা : সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তারা বলেন, ‘রাষ্ট্র সাংবাদিকদের উপর জারি করা কালো আইন বাতিল করে দায়িত্ব পালন উন্মুক্ত করে দেয়া উচিত। নইলে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হবে, দুর্নীতি লুটপাট ও চরম অনিয়মে ভরে যাবে। সে কারণে সাংবাদিকদের সুরক্ষা দেয়া, দায়িত্ব পালন উন্মুক্ত করে দেয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।’

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক সংগ্রাম প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী।

মানববন্ধন

সাঁথিয়া (পাবনা) : পাবনা সাঁথিয়ায় মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মজিবুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সচেতন অভিভাবকবৃন্দ, এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্তরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থী ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে গিয়ে অবরোধ কর্মসূচি পালন করে।

শিক্ষা শিবির

পাটকেলঘাটা (সাতক্ষীরা) : তালা উপজেলায় ভোট কেন্দ্র ভিত্তিক শ্রমিক দায়িত্বশীলদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি তালার নাংলা ফাজিল মাদরাসা অডিটোরিয়ামে শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা শাখার আয়োজনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলার সভাপতি মাস্টার আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

সিমেন্ট প্রদান

হাটহাজারী চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দারুল ইরফান মাদ্রাসায় উন্নয়ন কার্যক্রমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫০ ব্যাগ সিমেন্ট প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে জামায়াত ইসলামীর ধলই ইউনিয়ন সভাপতি হাফেজ রাকিব, সেক্রেটারি মো. সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নে এই সহায়তা ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এটি শুধু শিক্ষার মানোন্নয়নেই নয়, বরং এলাকার সার্বিক উন্নয়নেও সহায়ক হবে।

নগদ টাকা বিতরণ

পাকেলঘাটা (সাতক্ষীরা) : তালা উপজেলার ইসলামকাটীতে আল জুবায়ের ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও গরীব ছাত্রদের মাঝে সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করা হয় ।

খান নাজমুল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আল জুবায়ের ফাউন্ডেশনের পরিচালক শিক্ষাবিদ ও সাংবাদিক নাজমুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বাদশা ফয়সাল ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ সিরাজুল ইসলাম ।

প্রশিক্ষণ কর্মশালা

নিকলী (কিশোরগঞ্জ) : ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা ও উপজেলা কমিটির উদ্যোগে প্রাথমিক চিকিৎসা ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিতব্য কর্মশালায় জেলা সংগঠনের সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর ডাঃ মোঃ এরশাদ আহসান সোহেল, প্রধান আলোচক হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা ঔষধ প্রশাসক মো. মেহেদী হাসান, প্রধান মেহমান হিসেবে সাংগঠনিক বক্তব্য রাখেন ফার্মেসী ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সোনাম উদ্দিন সোহেল।