পাবনা সংবাদদাতা : উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর), সকাল ৯ টায় মাদরাসায় শিশু থেকে ফাজিল শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে মসজিদুত আত-তাক্বওয়া’য় মাদরাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আরিফ এর সঞ্চালনায় অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোরতোজা আলী খানের প্রতিনিধি এএসপি (সদর সার্কেল) শরিফুল ইসলাম, দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান বিশি’ শিক্ষাবিদ অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুল আমান ট্রাস্ট এর সদস্য মাওলানা জহুরুল ইসলাম খান, মাওলানা আব্দুর রউফ,প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সদস্য আশরাফুল আলম হেলাল,অধ্যাপক আব্দুল মমিন উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মফিজুল ইসলাম মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আগামীতে দেশ পরিচালনায় তোমাদের গুরুত্ব অপরিসীম, তোমাদের নেতৃত্বের স্থানে এগিয়ে আসতে হবে, কারণ মাদরাসার শিক্ষার্থীদের দ্বারাই দুর্নীতি মুক্ত দেশ গঠন সম্ভব। তোমরা সর্বদা সত্য কথা বলবে, সময়ের কাজ সময়ে করবে, সর্বোপরি জীবনের সকল ক্ষেত্রে কুরআন ও রাসূলের সুন্নাহ পালন করতে করবে।

বিশেষ অতিথির বক্তব্যে আবু তালেব মন্ডল বলেন, সমাজকে সুন্দর ও শান্তিপূর্ণ রূপে গড়ে তুলতে হলে আমাদের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। কাউকে কোনোভাবে ক’ দেওয়া যাবে না। বড়দের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এবং ছোটদের প্রতি আন্তরিক স্নেহ-মমতা দেখাতে হবে।

তিনি আরও বলেন, পারিবারিক ও সামাজিক জীবনে যদি আমরা এ নীতি মেনে চলি, তবে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ইকবাল হোসাইন বলেন, চারদিকে যেভাবে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চলছে এতে করে মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নেই।

কুরআন সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুৎ হওয়ার কারণেই কুরআন ও মুসলমানদের আজ এই দুরবস্থা। এসব থেকে পরিত্রাণ পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কুরআন সুন্নাহর পতাকাতলে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা কোরআন-সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে তারা দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করবে।

শিক্ষার্থীদের মধ্যে বাংলায় বক্তব্য রাখেন আলিম ২য় বর্ষের ছাত্র মাছুম বিল্লাহ, ইংরেজিতে বক্তব্য রাখেন নবন শ্রেণির ছাত্র সাব্বির আহমেদ, আরবীতে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল সাকিব। কবিতা আবৃত্তি করেন পঞ্চম শ্রেণির ছাত্রী আরবি ফাতেমা, নাতে রাসুল পরিবেশনা করেন দশম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল নোমান।

উল্লেখ্য সপ্তাহব্যাপী সীরাতুন্নবী সা. উদযাপন উপলক্ষে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যেদের মধ্যে বিভিন্ন বিষয় অনুযায়ী আজান, কোরআন তেলোয়াত হামদ, নাতে রাসুল, রচনা, বাংলা, ইংরেজি, আরবিতে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয। প্রতিযোগিতায় সর্বমোট ১৫৫ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।