জামায়াতে ইসলামী আশুলিয়া থানা শাখার উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাফফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আশুলিয়ার পল্লী বিদ্যুত এলাকায় ফুট প্ল্যানেট মিলনায়তনে শতাধিক সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জামায়াতের ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা জেলা ও আশুলিয়া থানা জামায়াতের নেতৃবৃন্দ বলেন, একটি কল্যান রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা বলেন, ইতোমধ্যে জামায়াতের বিভিন্ন কর্মসূচী দেশের মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন। আগামী দিনে সুখী সমৃদ্ধ এবং সবার জন্য নিরাপদ দেশ গড়তে জামায়াতে ইসলামী জনগনকে সাথে নিয়ে দেশ পরিচালনায় দায়িত্ব পালন করবে বলেও নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আরো বলেন, সবার অধিকার নিশ্চিত করার পাশাপাশি সব ধর্ম বর্ণের এবং নারীদের জন্যও সমাজে ও রাষ্ট্রে একটি নিরাপদ স্বস্তিদায়ত পরিবেশ নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বন্ধপরিকর।
সাংবাদিকদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ এর জুলাই গণঅভ্যুন্থানে সাংবাদিকদের ভূমিকার কথা জাতি চিরদিনই শ্রদ্ধাভরে স্মরণ করবে। একই সাথে আগামী দিনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদেরর সততা ও নৈতিকতার সাথে ভূমিকা পালনের জন্য আহবান জানানো হয়। বিশেষ করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে দেশবাসীকে সতর্ক রাখার বিষয়ে সাংবাদিকদের কলমকে শাণিত রাখার অনুরোধ জানান নেতৃৃৃবৃন্দ।
আশুলিয়া থানা জামায়াতের আমীর অধ্যক্ষ বশির আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন মীর এর সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো: আফজাল হোসাইন, আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট শহিদুল ইসলাম, রাজনৈতিক বিষয়ক সেক্রেটারি ও জামায়াত মনোনিত ঢাকা ১৯ আসনের (সাভার -আশুলিয়া) সংসদ সদস্য প্রার্থী হাসান মাহবুব মাস্টার, ঢাকা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হারুন উর রশীদ, আশুলিয়া থানা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, ইয়ারপুর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রউফ , ইসলামী ছাত্র শিবিরের নেতা মাসুম বিল্লাহ প্রমূখ।