হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় ইছামতী নদী থেকে বিশাল আকৃতির একটি কুমির ধরা পড়েছে। গত শনিবার রাত ১০টার দিকে কুমিরটি ধরাপড়ে বলে স্থানীয়ারা জানান। কুমিরটি দেখর জন্য সকাল থেকে কৌতূহলী হাজার হাজার মানুষ ভিড় করছে চৌকিঘাটায়।
স্থানীয় আলি আহমেদ জানান, ইছামতী নদীর পানি কমে যাওয়ায় এলাকাবাসীর নজরে আসে কুমিরটি। পরে গত শনিবার রাতে নদীর পার্শ্ববর্তী বাদশা কসাইয়ের বাড়ির সামনে কুমিরটিকে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যে এলাকায় হইচই পড়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় কুমিরটিকে ধরা হয়। তিনি আরো জানান, কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুটের বেশি এবং ওজন প্রায় একশ কেজির কাছাকাছি। খবর পেয়ে এলাকাবাসী কৌতূহলী হয়ে নদীর পাড়ে ভিড় করেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে জানানো হলে তারা ঘটনাস্থলে যায় এবং কুমিরটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। এর আগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়া ইউনিয়নে পদ্মার একটি শাখা নদীতে প্রায় সাত/আট হাত লম্বা আকারের একটি কুমিরসহ একাধিক কুমির দেখতে পায় স্থানীয়রা।