কিশোরগঞ্জ জেলা শহরে ইউনাইটেড কেয়ার স্কুল এন্ড হোমসের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

জানা গেছে বুধবার (২৪ ডিসেম্বর) ইউনাইটেড কেয়ার স্কুল এন্ড হোমসের নীলগঞ্জ মোড় হাই স্কুল শাখার মিলনায়তনে কুইজ প্রতিযোগিতার খ শাখার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কেয়ার গ্রুপের সম্মানিত ডিরেক্টর জনাব জহিরুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ বায়জিদ হোসেন, ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড কেয়ার স্কুল এন্ড হোমস প্রাইমারি শাখা ইনচার্জ সাহিদা পারভীন অনু পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনাইটেড কেয়ার গ্রুপ এর হেড অফ এডমিন সিনিয়র সাংবাদিক আহসানুল হক জুয়েল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ছাড়াও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

কুইজ প্রতিযোগিতায়,১০ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম পুরস্কার পেয়েছেন, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ রেদোয়ানুল ইসলাম সাজিদ, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণির ছাত্র জুবায়েদ কবির,তৃতীয় পুরস্কার পেয়েছেন, কিশোরগঞ্জ ইম্পেরিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবিএম কামরুল ইসলাম, এছাড়াও যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র, তারেক রহমান রিয়ান,আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী মাহাবুবা মাতৃ, কিশোরগঞ্জ ইম্পেরিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সাজিদ আফসার, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আরাফ আহমেদ ইথান, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আসসামি মোহাম্মদ জিসান, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ আল রোহান ও ঐতিহ্যবাহী হয়তনগর এ ইউ কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র আহমদ বিন হাসান। পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রী ছাড়াও সকল অংশগ্রহণকারীকে সান্তনা পুরস্কার দেওয়া হয়।