সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের সলঙ্গাতে শাতাধিক মিশু গাড়ির ডাইভার জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন। সম্প্রতি সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ৩নং ধুবিল ইউনিয়ন শাখা জামায়াতের সৌজন্য, সলঙ্গা থানা জামায়াতের আয়োজনে অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া ও সলঙ্গা আসনের জামায়াতে ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বর্তমান রুয়া সভাতি ও বাংলাদোশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান. উসনো অভ্যর্থনা দিয়ে তাদের বরণ করে নেন। আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের সদস্য সচিব, ইন্টারন্যাশল মানারাত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, ঢাকা বাদশা ফয়সাল জামে’মসজিদের সম্মানিত ইমাম, জামায়াতে ইসলামি কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিরাজগঞ্জ -৩ রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গা আসনের জামায়াত মোনোনীত এমপি পদপার্থী প্রফেসর শায়েখ ডক্টর আলহাজ্ব মাওলানা মোহাম্মাদ আব্দুস সামাদ, জেলা শাখার আমীর ও সিরাজগঞ্জ আসনের জামায়াত মোনোনীত এমপি পদপার্থী মাওলানা শাহীনূর আলম প্রমুখ।