গাজীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ে অংশ নেন।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভা গাজীপুরে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার নতুন মাত্রা যুক্ত করে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের ডিডিএলজি আহাম্মদ হোসেন ভূঁইয়া, এডিসি রেভিনিউ মোঃ সোহেল রানা, এডিসি জেনারেল মোতাসেম বিল্লাহসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। গাজীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন মিডিয়া হাউসের অভিজ্ঞ সাংবাদিকরা বক্তব্য দেন এবং জেলার সার্বিক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সাংবাদিকদের বক্তব্য শুনে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, উচ্ছেদ কার্যক্রমসহ প্রশাসনিক সব দায়িত্ব পালনে মানবিকতা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, গাজীপুরে যতদিন দায়িত্বে থাকব, মানুষের কল্যাণে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করার চেষ্টা করব। তিনি সাংবাদিকদের নিরপেক্ষ সহযোগিতা চান এবং গণমাধ্যমকে উন্নয়ন, সুশাসন ও জনসেবার অংশীদার হিসেবে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মুজিবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, সেক্রেটারি মোঃ হেদায়েত উল্লাহ, শরীফ আহমেদ শামীম, রেজাউল বারী বাবুল, শেখ মোহাম্মদ আজিজুল হক, আমিনুল ইসলাম, এস এম রিপন শাহসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সাংবাদিকরা গাজীপুরের সার্বিক উন্নয়ন ও শতবর্ষের নির্বাচনে জুলাই বিপ্লবের বাস্তবায়নে জেলা প্রশাসনের সাথে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল উন্মুক্ত আলোচনা, ইতিবাচক পরিবেশ এবং গাজীপুরের উন্নয়ন-অগ্রগতিতে যৌথভাবে কাজ করার প্রত্যয়।