বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম ৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেন, এই দেশকে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের সৎ, নীতিবান এবং জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। জনগণের সচেতন ভোটই পরিবর্তনের একমাত্র উপায়।

চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের সমর্থনে আজ ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার পূর্ব বাকলিয়ার হোসেন মেম্বারের বাড়িতে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ডা. এ কে এম ফজলুল হক একজন সৎ, শিক্ষিত ও সমাজ সেবামূলক কাজে নিয়োজিত মানুষ। আমরা বিশ্বাস করি, জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে।

সভায় জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক বলেন, দুর্নীতির কারণে দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগোতে পারেনি। দেশের উন্নয়নের স্বার্থে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা জরুরি। যদি জনসাধারণ সচেতনভাবে ভোট প্রদান করে, তবে এই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব।

বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ- বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, ১৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি নাছের সওদাগর, নির্বাচন পরিচালনা কমিটির সচিব জনাব তাওহীদ আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, শফিউল আলম টিপু, ইলিয়াছ হায়দার, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ শুক্কুর, বখতেয়ার আলম ও শাহিদ উদ্দীন।

বক্তারা আগামী জাতীয় নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।