কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (০৩ মার্চ) সকাল থেকে উলিপুর বহুমুখী আলিম মাদরাসার হলরুমে জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. মশিউর রহমান। সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাও. আব্দুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাও. শাহজাহান, সাবেক সেক্রেটারি প্রভাষক খায়রুজ্জামান প্রমুখ।