তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন শীর্ষক আলোচনা সভা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে (মঙ্গলবার) সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। তিনি বলেন—তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তিই নতুন বাংলাদেশকে সামনে নিয়ে যাবে। তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ, প্রযুক্তি জ্ঞান, সৃজনশীলতার বিকাশ এবং মাদক থেকে দূরে রাখা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, তরুণদের স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশে একটি সুস্থ, মুক্ত, সৃজনশীল এবং অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোতাছেম বিল্লাহ।তিনি বলেন, ভবিষ্যৎ দেশের হাতে—আর সেই দেশের ভবিষ্যৎ আজকের তরুণ সমাজ। তাদের নৈতিকতা, নেতৃত্ব ও দক্ষতা বিকাশে স্থানীয় প্রশাসন সবসময় পাশে থাকবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া,জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ ইউনুস আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক অলকা প্রভা দে,জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার, জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন,সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, তরুণদের সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। শুধুমাত্র শিক্ষিত নয়, দক্ষ ও মানবিক তরুণরাই নতুন বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।
সভা শেষে তথ্য ও যোগাযোগ অধিদপ্তর নির্মিত তারুণ্যের উৎসব শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত তরুণ–তরুণীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।