গ্রাম-গঞ্জ-শহর
সংক্ষিপ্ত সংবাদ
সিলেটের জৈন্তাপুরে সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের রোষানলে পড়ে এক গাড়ি চালক অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। ভুক্তভোগীর পিতা জৈন্তাপুরের হেমু ভাটপাড়া গ্রামের আব্দুল কুদ্দুছ অভিযোগ করেন,
Printed Edition
নির্যাতনের শিকার যুবক
সিলেট ব্যুরো: সিলেটের জৈন্তাপুরে সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের রোষানলে পড়ে এক গাড়ি চালক অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। ভুক্তভোগীর পিতা জৈন্তাপুরের হেমু ভাটপাড়া গ্রামের আব্দুল কুদ্দুছ অভিযোগ করেন, চোরাকারবারীরা পৈশাচিক কায়দায় তার ছেলে সুমন আহমদের হাত পা বেঁধে নির্যাতন করেছে। পরবর্তীতে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ বিষয়ে তিনি মামলা দায়ের করলেও জৈন্তাপুর থানা পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না। গত রোববার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
মাইক্রোবাসে ডাকাতি
সিরাজগঞ্জ : যমুনা সেতুর পশ্চিমপাড় ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাতে মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার রাতে রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে রাজশাহী অঞ্চলের আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাত দল আচমকা ইট পাটকেল ছুড়ে এবং ককটেল বিষ্ফোরন ঘটিয়ে মাইক্রোবাসের গতি রোধ করে। চালক গাড়িটি থামালে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল গাড়ির যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সাতটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এই ঘটনায় রাতেই যমুনা সেতু পশ্চিম থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিষয়টি জানার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছে। পুলিশ ডাকাতদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর : দুই মাসের বকেয়া বেতন ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সোমবার বেলা সোয়া ৪টা থেকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শ্রমিক ও পুলিশের সূত্র জানায়, চন্দ্রা স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। কর্তৃপক্ষ মার্চ মাসে বেতন দেয়ার প্রতিশ্রুতি দিলেও ১০ মার্চ পেরিয়ে যাওয়ার পরও তারা টাকা পাননি। সোমবার সকালে বেতন চাইতে গেলে কর্তৃপক্ষ সময়ক্ষেপণের কৌশল নেয়, যা শ্রমিকদের ক্ষোভ বাড়িয়ে দেয়।
বেলা ৩টার দিকে শত শত শ্রমিক কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা বকেয়া বেতন ও বাৎসরিক ছুটির অর্থ দ্রুত পরিশোধের দাবি জানান। একপর্যায়ে তারা সড়কে নেমে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
লাশ উদ্ধার
নেত্রকোনা : নেত্রকোনার খালিয়াজুরীতে পলো দিয়ে মাছ শিকারে গিয়ে সংঘর্ঘে নিখোঁজের দুই দিন পর ধনু নদী থেকে তিন লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও জনতা। সোমবার বিকালে এ সব লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের মধ্যে রয়েছে মদন উপজেলার বাগজান গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে রোকন মিয়া, আটপাড়া উপজেলার রূপছন্দ্রপুর গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে শহীদ মিয়া (৫৫), কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে হৃদয় মিয়া (৩০)কে উদ্ধার করা হয়েছে। এ দিকে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়াছিন মিয়াসহ আরও অনেকে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।
কারাদণ্ড
ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে মঞ্জু শেখ নামে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার মধ্য রাতে সেনাবাহিনী ও পুলিশকে সাথে নিয়ে উপজেলার গোবিন্দাসী ঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তারিকুল ইসলাম। এসময় দুইটি ড্রেজার ও দুইটি ভেকু মেশিন জব্দ করা হয়। ধ্বংস করা হয় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ।
সড়ক অবরোধ
গাইবান্ধা : মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাংলা বাজারে গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে। পরে মিছিলটি ক্যাম্পাস চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ চলাকালে মধ্যে বক্তব্য দেন কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, শিক্ষার্থী মুনতাসির রহমান, মো. আবু কাইয়ুম, আরাফাত হোসেন, মেহেদী হাসান, আজওয়াদ আহম্মেদ, মো. রিহান মিয়া, মোছা. কাজী আনিকা, সোহেল রানা প্রমুখ।
মানববন্ধন
পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে মাগুড়া জেলার আলোচিত শিশু আছিয়াকে ধর্ষণসহ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের শিক্ষার্থীর ব্যানারে জয়পুরহাট-হিলি সড়কে পাঁচমাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়া মানববন্ধনে সাধারণ মানুষ ও গৃহবধূগণও অংশগ্রহণ করেন।
দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
আশাশুনি (সাতক্ষীরা) : সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
ব্যবসায়ীর মৃত্যু
আশুলিয়া (ঢাকা) : ঢাকার আশুলিয়ায় একাধিক ককটেল ফুটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের চাপাতির কোপে স্বর্ণ ব্যবসায়ী দীলিপ দাশ (৫৫) নিহত হয়েছেন। গত ৯ মার্চ রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারের দীলিপ স্বর্ণালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত দীলিপ দাশ আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের দুলাল দাশের ছেলে। তিনি নয়ারহাট বাজারে দীর্ঘদিন ধরে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন।