বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে একটি সফল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখে। খুলনা মহানগরী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও প্রশাসনিক এলাকা। এই ময়দানে যখন আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সবকিছু প্রস্তুত হয়ে যায় তখন সারাদেশে তা খুব দ্রুত সময়ের মধ্যে সফলতা চলে আসে। তাই সংগঠনের সে লক্ষ্য পূরণে খুলনা মহানগরীকে কঠিনভাবে চাষাবাদ করতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে রাষ্ট্র সংস্কার ও সমাজ পরিবর্তনে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীলগণ হবেন নেতৃত্বদানকারী প্রথম ব্যক্তি। চরম ফ্যাসিবাদ স্বৈরাচারী হাসিনা সরকারের পতন শেষে জনগণ প্রত্যাশা করছে সত্যিকার ন্যায়বিচার, শান্তি শৃঙ্খলা নিরাপত্তার এক বাংলাদেশ। সেখানে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মানুষ জামায়াতের দিকে তাঁকিয়ে আছে। জামায়াতে ইসলামী এদেশে গণমানুষের প্রাণের সংগঠন হিসেবেই পরিচিত। মানুষ এখন দলে দলে জামায়াতের সহযোগী হচ্ছেন।

গতকাল বুধবার সকালে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী কার্যালয়ে ওয়ার্ড ও ইউনিট প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। ওয়ার্ড আমীর আব্দুল্লাহ আল মামুন শেখ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ আলমগীর হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারি সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, খালিশপুর থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল ও শ্রমিক কল্যাণ ফেডারেশন খালিশপুর থানা সভাপতি জাহিদুল ইসলাম। অন্যান্যেরে মধ্যে ডাক্তার মনির হোসেন, আব্দুল মালেক, মো. বাবুল, জামিল হোসেন, বখতিয়ার হোসেন, মো. সাকিল, মো. নুর আলম বাবু, মো. তানভীর, মো. কামরুল ইসলাম, মো. বাবুল শেখ, মো. সিয়াম ও কামরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।