ফুলবাড়ি (কুড়িগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে গত শুক্রবার উপজেলা মডেল মসজিদ হলরুমে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনে উপজেলা আমীর মাওলানা আঃ মালেকের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানের পরিচালনায় শুরুতেই দারসুল কুরআন পেশ করেন মাওলানা সেকেন্দার আলী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী। বিশেষ অতিথি হিসাবে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ ও মাওলানা আব্দুল হামিদ মিয়া এবং ২৬ কুড়িগ্রাম ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ ইয়াসিন আলী সরকার।