গোপালপুর (টাংগাইল) সংবাদদাতা : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা পর্যায়ে অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় গোপালপুর উপজেলার প্রতিনিধি হিসেবে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে ফারিয়া জাহান মুন। তিনি গোপালপুর উপজেলার সুতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
অল্প বয়সেই উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠান ও রাষ্ট্রীয় আয়োজনে উপস্থাপনার মাধ্যমে সবার দৃষ্টি কাড়েন মুন। ২০২৬ সালে তিনি গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হন। এর আগে ২০২৪ সালেও তিনি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীর মর্যাদা অর্জন করেন।
অতীত সাফল্যের তালিকাও সমৃদ্ধ। আবৃত্তি, বিতর্ক, নাচ, গান, তাৎক্ষণিক অভিনয় ও চিত্রাঙ্কনে উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে তার রয়েছে একাধিক অর্জন। সপ্তম শ্রেণি থেকেই আবৃত্তি ও বিতর্কে ধারাবাহিক সাফল্য পেয়ে আসছেন তিনি। কবিতা আবৃত্তিতে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান। বিতর্ক প্রতিযোগিতায় একাধিকবার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন এবং তার নেতৃত্বে দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০২৫ সালের তারুণ্যের উৎসবে জেলা পর্যায়ে সেরা বিতার্কিক নির্বাচিত হন মুন।