জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান বলেছেন, মকবুল আহমাদের জীবন ও কর্ম নিয়ে বই লিখা হওয়া প্রয়োজন। উনার জীবনী থেকে শিক্ষনীয় রয়েছে। তার মত মহান ব্যক্তি শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য উদাহরণ ছিলেন। তিনি চরম ক্রান্তিকাল সময়ে আমিরের দায়িত্ব পালন করেছেন। সুন্দর করে কথা বলতেন। কেউ কোন বিষয়ে উনার কাছে গেলে আল্লাহর মেহেরবানী বলতেন। তখন হৃদয় শিতল হয়ে যেতো। আভ্যন্তরীণ সমস্যা সমাধান করতেন তিনি। দল-মত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। কেন্দ্রীয় অফিসে সকল নেতৃবৃন্দের আগে হাজির হতেন। তার সময়ানুবুর্তীতা, একনিষ্ঠতা, নিষ্ঠা, তাকওয়া, ফরহেজগারি অনুসরণ করার মত। রাসুল (সা.) বলেছেন জান্নাতিরা সহজ-সরল জীবনের অধিকারী হবেন। সেই হিসেবে মরহুম মকবুল আহমাদের সহজ-সরল জীবনযাপন একইরকম।'

গত সোমবার সকালে জামায়াতে ইসলামীর সাবেক আমীর মকবুল আহমাদ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জীবন ও কর্ম শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামের তার কবরের পাশে বাড়ি সম্মুখস্ত স্থানে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা আমির একেএম সামছুদ্দীন ও জেলা সেক্রেটারি মুহাম্মদ আবদুর রহীম।

ইউনিয়ন আমির আবদুল ওয়াহাবের সভাপতিত্বে ও সেক্রেটারি হাসান আহমদের পরিচালনায় জেলা সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আ.ন.ম আবদুর রহীম, সাংস্কৃতিক সম্পাদক মু. ইলিয়াস, রাজাপুর ইউনিয়ন আমির আবদুর জাহের প্রমুখ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন। শেষে বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে শায়িত মরহুম মকবুল আহমাদের কবর জিয়ারত ও দোয়া করেন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।