কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও সাবেক ককসু ভিপি শহিদুল আলম বাহাদুর বলেন, “কক্সবাজার-রামু-ঈদগাঁও এ আইন শৃঙ্খলা অবনতি, অপহরণ এবং সার্বিক উন্নয়নে প্রশাসনকে আরো তৎপর হওয়া দরকার। হতে হবে আরো আন্তরিক। হত্যাকা-, যানজট, মাদকের সয়লাব ইত্যাদি বিষয়ে রাজনীতিবিদ ও স্থানীয় জনসাধারণের সাথে ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রশাসনকে অতিদ্রুত সমস্যা সমূহ সমাধান করতে হবে।”
গতকাল বুধবার (৮ অক্টোবর ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কক্সবাজারে উন্নয়ন ভাবনা, সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী, জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, চকরিয়া-পেকুয়া আসনের এমপি প্রার্থী শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক, পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মাদ শাকিল, এনসিপি'র সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা কক্সবাজারে সাম্প্রতিক অপরাধ প্রবণতা, হত্যা, চুরি-ছিনতাই, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনকে আরও কঠোরভাবে আইন প্রয়োগের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, “কক্সবাজার পর্যটন নগরী হিসেবে দেশের ভাবমূর্তি বহন করে। এখানকার আইন-শৃঙ্খলা রক্ষা সবার দায়িত্ব। প্রশাসন কঠোর অবস্থানে থাকবেÑতবে সামাজিক সচেতনতা ও সহযোগিতাও জরুরি।” তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে একসাথে কাজ করতে হবে। সভায় অংশগ্রহণকারীরা সবাই মিলে কক্সবাজারকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও পর্যটনবান্ধব শহর গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।