গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে বিএনপির এক নেতা ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার হয়েছে।

গ্রেফতারকৃত বিএনপি নেতা গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশি ও মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই।

বৃহষ্পতিবার ভোরে মহানগরীর বাসন থানার নাওজোর এলাকার নিজ বাসা থেকে মোঃ তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মোঃ মুশফিক (২৭) কে গ্রেফতার করে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর সদস্যরা।

জিএমপি বাসন থানার ওসি, মো. শাহিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ২৭টি ছোরা, ১০টি চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৬টি রামদা, ২৭টি নকল ডায়মন্ড এবং ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসসহ একাধিক অভিযোগ রয়েছে। ঘটনাটি তদন্তাধীন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, বিশেষ করে গ্রেফতারকৃত তসলিম সিরাজ স্থানীয় রাজনীতিতে সক্রিয় ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত।