কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : সকল নাগরিকের শিক্ষায় সমান অধিকার নিশ্চিতকরণে একমাত্র সমাধান জাতীয়করণ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম বাবেশিকফো’র কুষ্টিয়া ও মেহেরপুর জেলা এবং উপজেলা শাখার কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া ইসলামীয়া কলেজ হলরুমে এই সভার আয়োজন করে অত্র শিক্ষক সংগঠনের দুই জেলা কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) ও এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মো. মাইন উদ্দিন।
ক্রীড়া প্রতিযোগিতা
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে বারকোনা একতা ক্রীড়া সংঘ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় বারকোনা খেলার মাঠে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারকোনা খেলা মাঠ পরিচালনা কমিটির সভাপতি সাবেক জননন্দিত ছাত্রনেতা ও বর্তমান যুব নেতা বেলাল উদ্দিন ডেভিট।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।
ঠাকুরগাঁও
দেশব্যপী চলমান অপারেশন ডেভিলহান্টের আওতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে দুইটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিন এবং ১৭ রাউন্ড তাজা গুলী উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার গভীর রাতে বালিয়াডাঙ্গী থানা এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।
জরিমানা
হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারী বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়েছে। অভিযান পরিচালনা করেন শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাটহাজারী।
মোবাইল কোর্টে ৪টি মামলা নিষ্পত্তি করা হয়। অভিযুক্ত ৪ জনকে মোট ৭,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। তারা অননুমোদিত স্থানে গাড়ি রেখে এবং ফুটপাত দখল করে পণ্য রাখার মাধ্যমে সমস্যা তৈরি করেছিল।