লক্ষ্মীপুর সংবাদদাতা: ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন-২০১১, মানসিক স্বাস্থ্য আইন-২০১৮, শিশু আইন ২০১৩ এবং প্রবেশন অফেন্ডার্স অর্ডিন্যান্স-১৯৬০ কার্যকরভাবে বাস্তবায়নে অংশীজনদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহর সমাজসেবা কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করে সমাজসেবা অধিদপ্তরাধীন জেলা প্রবেশন কার্যালয়, লক্ষ্মীপুর।
প্রশিক্ষণের উদ্বোধন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাদেকুর রহমান। তিনি বলেন, ‘ভবঘুরে ও নিরাশ্রয় মানুষদের পুনর্বাসন ও প্রবেশন ব্যবস্থার মাধ্যমে সমাজে ফিরিয়ে আনা সামাজিক ন্যায়বিচারের অংশ। আইন প্রয়োগের পাশাপাশি মানবিক মূল্যবোধও গুরুত্বপূর্ণ।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার। তিনি বলেন, ‘প্রবেশন ব্যবস্থা অপরাধ পুনরাবৃত্তি কমাতে কার্যকর ভূমিকা রাখে। এজন্য আইন প্রয়োগকারী সংস্থা, সমাজসেবা বিভাগ ও বিচার বিভাগকে একযোগে কাজ করতে হবে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান।
তিনি জানান, সমাজসেবা অধিদপ্তর প্রবেশন কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে।
প্রশিক্ষণে জেলা প্রশাসন, পুলিশ, সমাজসেবা, শিশু উন্নয়ন, নারী উন্নয়ন, আইনি সহায়তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা প্রবেশন ব্যবস্থার চ্যালেঞ্জ, শিশু অধিকার সুরক্ষা, এবং মানসিক স্বাস্থ্য–সেবার সমন্বিত পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে আলোচকরা বলেন, ভবঘুরে ও নিরাশ্রয় মানুষদের পুনর্বাসন শুধু আইনি নয়, সামাজিক দায়িত্বও। সমাজের বিভিন্ন স্তরের অংশগ্রহণ বাড়লেই এসব আইন বাস্তবায়ন সহজ হবে।