গাজীপুরের জয়দেবপুর-ধীরাশ্রম রেলসেকশনে ট্রেন দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় নারী (বয়স আনুমানিক ৪০-৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টা ১৩ মিনিটে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে জয়দেবপুর-ধীরাশ্রম সেকশনের ৩০৪/৬ কিলোমিটার সংলগ্ন রেললাইনের পূর্ব পাশে। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে মহিলার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ, মোঃ নাদির-উজ-জামান জানান, “দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।