বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় কর্মরত ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সদস্য সানাউল ইসলাম বাংলাদেশ দলিল লেখক বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও ক্বারী মাওলানা মকলেছুর রহমান মুকুল দলিল লেখক বিভাগীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির পক্ষ থেকে। সম্প্রতি রাজশাহী শহরের সীমান্ত নোঙর কমিউনিটি সেন্টারে বিভাগীয় দলিল লেখক সমিতির আয়োজিত অনুষ্ঠানে নব দলিল লেখক কমিটির নাম ঘোষণায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির দুই সদস্যকে বিভাগীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত করা হয়। এই ধারবাহিকতায় তাদের সাফল্য কামনা করে বিশেষ আয়োজনে সংবর্ধিত করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্যই রাজশাহী জেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি সামসুল হক, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সদস্য নাজমুল হক, হাফিজুর রহমান, আব্দুল হাকিম, শহিদুল ইসলাম, আব্দুল জলিল, আলমাস হোসেন প্রমুখ।