কাপাসিয়ার পল্লী অঞ্চলে নিরাপদ ও সুপেয় পানির সংকট দূরীকরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ৯টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবীর সহযোগিতা ও প্রত্যক্ষ উদ্যোগে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

টিউবওয়েলহীন ৯টি দরিদ্র ও অস্বচ্ছ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণের সময় সালাহউদ্দিন আইউবী বলেন, গ্রামীণ মানুষের মৌলিক চাহিদা পূরণ আমাদের দায়িত্ব। বিশুদ্ধ পানির অভাবে গ্রামের মানুষ নানা রোগে ভোগে। আমরা চাই, প্রতিটি পরিবার যেন সুপেয় পানির নিশ্চয়তা পায়।

তিনি আরও জানান, টিউবওয়েল স্থাপন ও ইনস্টলেশনের সম্পূর্ণ খরচ তাঁরা নিজেরাই বহন করছেন, ভবিষ্যতে অন্যান্য ইউনিয়নেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।

এ মানবিক উদ্যোগকে স্থানীয়রা ‘জনকল্যাণমূলক ও সময়োপযোগী পদক্ষেপথ হিসেবে অভিহিত করেন এবং জামায়াতের এই জনসেবামূলক ভূমিকার প্রশংসা করেন।