বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও গুরুত্ববহ আলোচনা সভা।
গত শনিবার সকালে জেলা প্রশাসন চত্বরে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য ছিল তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক-নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। এতে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, যুবউন্নয়নের আমান উল্লাহ দরজী, পুলিশ প্রতিনিধি মু. শওকত কবির, নাটাবের বেলাল হোসেনসহ কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।