রাজধানী ঢাকার মোহাম্মদপুরে গৃহকর্মীর ছুরিকাঘাতে নিহত মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের জানাজা শেষে গ্রামের বাড়ি নাটোরে দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর)নাটোর নবাব সিরাজ-উদ দৌলা সরকারি কলেজ মাঠে দুজনের জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর নাটোর শহরের গাড়িখানা কবরস্থানে মা-মেয়ের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ভোরে নাটোর শহরের বড়গাছা এলাকায় নিজ বাড়িতে পৌঁছায় মা-মেয়ের মরদেহ। মরদেহ বাড়িতে আসার খবর পেয়ে আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন ছুটে আসেন দেখতে। এসময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
লায়লা আফরোজ (৪৮) একজন গৃহিণী ছিলেন। তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নাফিসার বাব এ জেড আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে ওই বাসায় প্রায় ১৩ বছর ধরে বসবাস করে আসছিলেন তিনি।
জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে স্কুলের উদ্দেশে বাসা থেকে বেরিয়ে যান আজিজুল। স্কুলে পরীক্ষা চলমান থাকায় বাসায় ফেরেন তাড়াতাড়ি। বেলা ১১টার দিকে বাসায় এসেই তিনি স্ত্রী-কন্যার লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশেপাশের বাসিন্দারা বেরিয়ে আসেন, খবর দেওয়া হয় পুলিশে। ভবনের একাধিক সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে পুলিশ বলছে, সকাল ৭টা ৫১ মিনিটে বোরখা পরে ওই বাসায় ঢোকেন আনুমানিক ২০ বছর বয়সি আয়েশা। আর ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরে নির্বিঘ্নে বাসা থেকে বেরিয়ে যান। ওই স্কুলড্রেসটি ছিল খুন হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসার। ওই বাসা থেকে পুলিশ দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে। হত্যার পর বাথরুমে গিয়ে গোসল করে বের হয়ে যায় ঘাতক।