আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এতিম খানার শিক্ষার্থিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার (২০ নভেম্বর) বিকেলে আদমদীঘি আদমিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে এই শীতবস্ত্র বিতরণ করেন ও বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার। আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা মোকলেছার রহমান প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষ্যে আদমদীঘি উপজেলা স্বেচ্ছাসেবক দলের