ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেদে পল্লীতে যুবক আবু তালেব (২৫)-এর হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে গ্রেপ্তারের দাবিতে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠে পুরো এলাকা। রবিবার সকালে শতাধিক বেদে নারী-পুরুষ কালীগঞ্জ থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন।
বিক্ষুব্ধ জনতা ওসি’র বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দিতে থানার চত্বরে অবস্থান নেন এবং দাবি তুলেন, ঘটনার প্রকৃত আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের অভিযোগ, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে মূল অপরাধীদের আড়াল করার অপচেষ্টা চলছে।
ঘণ্টাব্যাপী চলা উত্তেজনাপূর্ণ অবস্থানে পুলিশ সদস্যরা বারংবার অনুরোধ ও কৌশল প্রয়োগ করে বিক্ষোভকারীদের থানা প্রাঙ্গণ থেকে সরিয়ে দিতে সক্ষম হন। এরপর বিক্ষুব্ধ জনতা স্থান পরিবর্তন করে নিমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে অবস্থান নেয়।