খুলনা মহানগরীর দোলখোলা ইসলামপুর মোড় হোটেল বিলাসী থেকে তানভীর কবির তপু (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ হোটেলের তৃতীয় তলার ৩১২ নং কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, হোটেল বিলাসীর দুই তলার একটি কক্ষে দুইজন ভাড়া থাকতেন। গত দুইদিন ওই কক্ষের অপরজন বাড়িতে চলে যান। গত রাতে নিহত ওই যুবক কক্ষে ভেতর থেকে আটকিয়ে দিয়ে সেখানে অবস্থান করেন। মঙ্গলবার দুপুরে তার খাবার দিতে গিয়ে দরজায় আঘাত করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের ডাকা হয়। পরবর্তীতে দরজা ভেঙে ওই যুবকের লাশ ঘরের ফ্লোরে পড়ে থাকাতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে খুলনা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়।