ঈদুল আজহার পশুর চামড়া সংরক্ষণের জন্য মুন্সিগঞ্জ জেলা প্রশাসন বাণিজ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত মুন্সিগঞ্জ জেলার ২৭৮ টি মাদরাসার মধ্য ১৬০ মেট্রিক টন লবণ বিতরণ করেন। এর মধ্য মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৮৮ টি মাদরাসায় ৫০ মেট্রিক টন টঙ্গীবাড়ি উপজেলায় ৩৮টি মাদরাসায় ২২মেট্রিক টন সিরাজদিখান উপজেলায় ৪৬ টি মাদরাসায় ২৭ মেট্রিক টন লৌহজং উপজেলায় ৬৫টি মাদরাসায় ৩৭.৫০মেট্রিক টন গজারিয়া উপজেলায় ৩৩টি মাদরাসায় ১৯ মেট্রিক টন শ্রীনগর উপজেলায় আটটি মাদরাসায় ৪. ৫০ মেট্রিক টন লবণ বিতরণ করা হয়। সম্প্রতি বিসিক এর মুন্সীগঞ্জ জেলা ও ডেপুটি ম্যানেজার আব্দুল্লাহর তত্ত্বাবধানে বিসিকের জেলা কার্যালয়ে মুক্তারপুর থেকে সদর উপজেলার বিভিন্ন মাদরাসার মধ্যে এই লবণ বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন মাদরাসার প্রধান ও শিক্ষকরা লবণ বুঝে নেন প্রত্যেকটি মাদরাসায় ৬০০ কেজি করে লবণ প্রদান করা হয়। বিভিন্ন মাদরাসা প্রধানদের সাথে কথা বলে জানা যায় তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে চামড়া ক্রয় বিক্রয় যে সিন্ডিকেট ছিল কিছুটা হলেও এই সিন্ডিকেট ভাঙবে এখন আর আমাদের চামড়া সংরক্ষণ নিয়ে চিন্তা করতে হবে না। যার কারনে প্রতি বছরের মত নামে মাত্র মুল্যে চামড়া আর আমরা বিক্রি করব না। প্রয়োজনে এই লবণ দিয়ে আমরা নিজেরাই সংরক্ষণ করব। এবং সুবিধামতো সময় বিক্রি করব।