সাতকানিয়া সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে অবশ্যই বিজয়ী করতে হবে। এই গণভোটের ফলাফলের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।

তিনি বলেন, “গণভোটে যদি ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়, তাহলে এ দেশে আর কোনো খুনি ও ফ্যাসিস্ট সরকারের পুনরুত্থান ঘটতে পারবে না। দেশের শ্রমিক, মেহনতি মানুষ ও সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণই পারে একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ উপহার দিতে।”

গতকাল শনিবার দুপুরে সাতকানিয়া উপজেলার জোটপুকুরিয়া বাজার এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মিনি ট্রাক, সিএনজি ও অটোরিকশা চালকদের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব শাহজাহান চৌধুরী আরও বলেন, “একটি কুচক্রী মহল এখন ‘না’ ভোটের পক্ষে অপপ্রচার শুরু করেছে। যারা ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে, তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। তারা মূলত আওয়ামী ফ্যাসিবাদের দোসর এবং জনগণের অধিকার ও স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।” তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, “শ্রমিক শ্রেণিই এই দেশের অর্থনীতির চালিকাশক্তি। আপনারা সচেতন হলে, সংগঠিত হলে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে শ্রমিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর, পরিবহন শ্রমিক সেক্টরের সভাপতি আনিসুর রহমান ও শ্রমিক নেতা মিজানুর রহমান। বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, নিরাপদ কর্মপরিবেশ এবং মানবিক মর্যাদা নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সর্বস্তরের শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।