খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু (৪৫) খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে খুলনার জিরোপয়েন্ট থেকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, বৃহস্পতিবার চেয়ারম্যান আবু জাফর সিদ্দিক রাজু রাত ৯ টার দিকে কপিলমুনি থেকে খুলনা সোনাডাঙ্গা তার বাসার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত ১০ টার দিকে খুলনা জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে জেলা ডিবি পুলিশের একটি চৌকসদল তার গাড়ির গতি রোধ করে তল্লাশি চালায়। একপর্যায়ে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে তার লাইসেন্সকৃত অস্ত্র সংক্রান্ত বিষয়ে তাকে গ্রেপ্তার করতে পারে। খুলনা জেলা গোয়েন্দা শাখার হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম জানান, বেশ কিছুদিন ধরেই রাজু গোয়েন্দা নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে রাত ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান রাজু’র ব্যবহৃত প্রাইভেট কার ও বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।