ভোলা জেলা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন: ত্যাগ স্বীকার ব্যতীত কোন কিছু অর্জন করা যায় না, ত্যাগ-কোরবানি ব্যতীত সাফল্য আসবে না, পৃথিবীর কোন বিপ্লবের সফলতা ত্যাগ ব্যতীত সম্ভব হয়নি, ত্যাগ স্বীকার ব্যতীত ইসলামী বিপ্লব সম্ভব নয়, ত্যাগ শিকার ব্যতীত জান্নাতও অর্জন করা যাবেনা। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে ভোগ-বিলাস ,আরাম-আয়েশকে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে, ইসলামী আন্দোলনের সাফল্যের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে ত্যাগ শিকার ও জান মালের কোরবানির জন্য প্রস্তুত থাকতে হবে।
গতকাল শনিবার সকাল ৮ টায় ভোলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে ভোলা জেলা আমীর মোহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় জামায়াতে ইসলামী ভোলা জেলার (রোকন) সদস্যদের নিয়ে শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জাম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোঃ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজী, বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি মাওলানা ফজলুল করিম। আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহ সেক্রেটারিও জেলা মিডিয়া সেক্রেটারি অধ্যাপক আমির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ভোলা জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্বাস উদ্দিন,ভোলা সদর আমির মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ,বোরহান উদ্দিন উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা মাকসুর রহমান, দৌলতখান উপজেলা আমীর হাসান তারিক হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আমীর মাওলানা আব্দুর রব, লালমোহন উপজেলা আমির মাওলানা আব্দুল হক, মনপুরা উপজেলা আমীর মাওলানা জসিম উদ্দিনসহ প্রমুখ।