যশোরের চৌগাছার চাঞ্চল্যকর রিক্তা বেগম হত্যা মামলার পালাতক আসামিকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬। যশোর শহরের পাসপোর্ট অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতারকৃত বরকত (১৬) উপজেলার সদর ইউনিয়নের মশ্মমপুর গ্রামের কৃষক রোকনের প্রথম স্ত্রীর ছেলে। রিক্তা রোকনের দ্বিতীয় স্ত্রী।

র‌্যাব জানিয়েছে, র‌্যাব-৬, যশোর ক্যাম্প ঘটনার পরপরই অভিযুক্ত বরকতকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে (৬ মে) মঙ্গলবার সকালে যশোর শহরের পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বরকতকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক বরকতকে চৌগাছা থানায় হস্তানন্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।