বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ রোকন ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, তাহেরপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ, সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম পাটওয়ারী আজ ০৬ অঅক্টোবর ২০২৫ সকাল ৯.০০ টায় চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার একটি বেসরকারী হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নিবেদিত সক্রিয় সদস্য ছিলেন। আজ সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসর নামাজের পর উনার জানাযার নামাজ অনুষ্ঠিত হয় যেখানে নারায়ণগঞ্জ জেলা জামায়াত ও স্থানীয় অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।