শরীয়তপুর সংবাদদাতা : পদ্মার ডানতীর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্থ হয় এমন পদক্ষেপ না নেয়া, (পদ্মানদী থেকে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন বন্ধ) জাজিরা-নড়িয়া সড়কের কীর্তিনাশা নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা ও নবনির্মিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত সময়ের মধ্যে চালু করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়িয়া উপজেলা শাখা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নড়িয়া পৌরসভার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জামায়াতের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মী ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জামায়াতে ইসলামীর নড়িয়া উপজেলা পূর্ব শাখা আমীর মাওলানা কাজী আবুল বাশার সভাপতিত্বে ও নড়িয়া পশ্চিম শাখার আমীর ইঞ্জিনিয়ার কাহেদ নজরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব হাসেমী। অন্যান্যদের মধ্যে নড়িয়া উপজেলা নায়েবে আমীর মোর্শেদ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নড়িয়া উপজেলা সভাপতি মো. জাকির হোসেন, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি নুরুননবী সিদ্দিকী বক্তব্য রাখেন।