গ্রাম-গঞ্জ-শহর
আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি ॥ চাপাতির কোপে ব্যবসায়ীর মৃত্যু
সাভারের আশুলিয়ায় একাধিক ককটেল ফুটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের চাপাতির কোপে আহত স্বর্ণ ব্যবসায়ী দীলিপ দাশ হাসপাতালে মারা যান।
Printed Edition
সাভার সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় একাধিক ককটেল ফুটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের চাপাতির কোপে আহত স্বর্ণ ব্যবসায়ী দীলিপ দাশ হাসপাতালে মারা যান।
রোববার দিবাগণ রাতে আশুলিয়ার নয়ারহাট বাজারের দীলিপ স্বর্ণালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত দীলিপ দাশ আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের দুলাল দাশের ছেলে। তিনি নয়ারহাট বাজারে দীর্ঘদিন ধরে স্বর্ণের ব্যবসা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার রাতে তারাবির নামাজের সময় ফাঁকা বাজারে নিজ স্বর্ণের দোকান বন্ধ করছিলেন মালিক দীলিপ দাস। এসময় চার/পাঁচজন দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়িয়ে দোকান মালিক দীলিপকে এলোপাথাড়ি চাপাতি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় দোকান মালিকের কাছে থাকা একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দোকান মালিককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাজারের ঝাড়ুদার প্রত্যক্ষদর্শী স্বপ্না বেগম বলেন, আমি ঘটনাস্থলে বাজার ঝাড়ু দিচ্ছিলাম। তখন দীলিপ দাশের দোকানে ক্রেতা ছিল। ক্রেতারা যাওয়ার পর দোকান বন্ধ করছিলেন ব্যবসায়ী। এসময় তার স্ত্রী একটি ব্যাগ নিয়ে পাশে দাঁড়িয়েছিল। পরে রাস্তা থেকে চারজন যুবক দোকানের সামনে এসে একটি ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় দীলিপ তাদের বাধা দিলে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। দীলিপ দাশ আহত হয়ে মাটিতে পড়ে গেলে তার স্ত্রীর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে আবার একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় তারা।