সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নিবার্হী পরিষদ সদস্য ও বগুড়া-১আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে এদেশের নতুন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তারা চায়না কোন দুর্নীতিবাজ এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেলকে বিজয়ী করে দেখিয়ে দিয়েছে, আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকে বিজয়ী করার অগ্রিম ম্যাসেজ। বৃহস্পতিবার দিনব্যাপী সোনাতলা উপজেলার জোড়গাছা, পাকুল্ল্যা ও হরিখালি এলাকায় গণসংযোগকালে তিনি উপরোক্ত কথা বলে। তিনি এসময় আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে নাগরিকের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। তিনি এসময় আরও বলেন, আসুন সকল মতামত ও আর্দশ ভুলে গিয়ে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার জন্য সকলকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক ম-ল, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজি মাওলানা জহুরুল ইসলাম, সারিয়াকান্দি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মুনজুর মোরশেদ, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, মধুপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা মানব সম্পদ বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মান্নান, মধুপুর ইউনিয়ন আমীর ডা: শাহআলম,সেক্রেটারি সাইফুর রহমান, মধুপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আব্দুল মোমিন।

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত ॥ আহত ৩

গাইবান্ধা সংবাদদাতা : গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় গত বুধবার রাত ১১টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আলিম মিয়া (৩৮) নামে এক প্রতিবন্ধি পথচারী নিহত ও মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়েছে। তিনি সাপমারা ইউনিয়নের সিনটাজুরি রামপুরা গ্রামের মৃত দুলা ম-লের ছেলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টায় ৩জন আরোহীসহ একটি মোটরসাইকেলে দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় উপজেলার পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হয়ে এতিমখানায় যাওয়ার পথে পথচারী প্রতিবন্ধী আলিমকে ধাক্কা দেয়। তারা উভয়েই ছিটকে পড়ে এবং পিছনে থাকা অজ্ঞাত একটি যানবাহনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই আলিম মারা যান। আহতদের মোটরসাইকেল আরোহীদের হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলো কামারদহ ইউনিয়নের মধ্য মাস্তা গ্রামের গুরুতর আহত খলিল (৩০) ও রানা (৩০)কে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়ায় রেফার্ড করা হয়। খলিল ওই গ্রামের ইদ্রিস আলীর (টাবলু) ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় বুধবার রাত ১১টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আলিম মিয়া (৩৮) নামে এক প্রতিবন্ধি পথচারী নিহত ও মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়েছে। তিনি সাপমারা ইউনিয়নের সিনটাজুরি রামপুরা গ্রামের মৃত দুলা ম-লের ছেলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টায় ৩জন আরোহীসহ একটি মোটরসাইকেলে দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় উপজেলার পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হয়ে এতিমখানায় যাওয়ার পথে পথচারী প্রতিবন্ধী আলিমকে ধাক্কা দেয়। তারা উভয়েই ছিটকে পড়ে এবং পিছনে থাকা অজ্ঞাত একটি যানবাহনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই আলিম মারা যান ।

আহতদের মোটরসাইকেল আরোহীদের হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলো কামারদহ ইউনিয়নের মধ্য মাস্তা গ্রামের গুরুতর আহত খলিল (৩০) ও রানা (৩০)কে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়ায় রেফার্ড করা হয়। খলিল ওই গ্রামের ইদ্রিস আলীর (টাবলু) ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।