বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, আল্লাহর রহমত, জনগণের আস্থা ও বিশ্বাসই আমাদের মূল শক্তি। আগামী দিনে দুর্নীতি, মাদক ও দুঃশাসনমুক্ত একটি উন্নত ও শান্তিপূর্ণ মডেল শহর গড়ে তুলতে সকলকে নিয়ে আমরা কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সড়ক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, লাঙ্গল, নৌকা ও ধানের শীষ দেখা শেষ, এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ। তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। তিনি বলেন, বৈষম্য মুক্ত, চাঁদাবাজি মুক্ত, বেকার মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর কোন বিকল্প নাই। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকার আহ্বান জানান। বুধবার (২৯ অক্টোবর) খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ১১ নং ওয়ার্ড খালিশপুর নিউমার্কেট ও আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ এবং লিফলেট বিতরণতকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় জামায়াত নেতা গাজী আবু সাঈদ, মো. আল কাওসার আমিন, মো. কামাল হোসেন, এডভোকেট আবু সাঈদ, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ আলী আজম, রিপন হোসেন, নুর ইসলাম, মো. মহসিন, মোহাম্মদ ডালিম, মো. আলমগীর হোসেন, আলমগীর হায়দার রিয়াজ, মোহাম্মদ জাকির হোসেন, মো. আবুল কালাম, মো. হুমায়ুন পাটোয়ারী, শ্রমিক নেতা মোহাম্মদ রিপন হোসেন, আব্দুস সোবহান, মাস্টার মাস্টার আবুল কালাম, মোহাম্মদ আলী, আমিরুল ইসলাম, আব্দুল জব্বার, মোহাম্মদ হাবিবুর রহমান, জালাল আহমেদ, আব্দুল হালিম, দীন মোহাম্মদ, আফজাল হোসেন, রুহুল আমিন, ছাত্রনেতা ইসমাইল হোসেন, ইমন হোসেন ও আব্দুর রহমান প্রমুখ।

খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী বলেন, জামায়াত এদেশে ন্যায়- ইনসাফভিত্তিক একটি শান্তির সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা এমন এক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যে সমাজে ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি ও পেশা নির্বিশেষে সকল মানুষের আধিকার নিশ্চিত হবে। দেশে সাংবিধানিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। মূলত, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক দল। আমরা দেশ ও জাতির যেকোন ক্রান্তিকালে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমরা কোন বাধা-প্রতিবন্ধকতায় পিছপা হইনি বরং সবকিছু উপেক্ষা করেই আমাদেরকে সামনে দিকে এগিয়ে যেতে হয়েছে।